Posts

Showing posts from July, 2021

নিজে নিজে ঘরে বসে GPF ব্যালেন্স চেক করুন অনলাইনে

Image
    নিজে নিজে ঘরে বসে GPF ব্যালেন্স চেক করুন অনলাইনে   º স্মার্ট ফোন দিয়েই চেক করা যাবে । º EFT তে যাদের বেতন হয় শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য ।         ধাপ - ১ যে কোন ব্রাউজার ওপেন করে এড্রেস বারে cafopfm.gov.bd লিখে সার্চ করুন । তারপর একটি পেজ আসবে সেখান থেকে GPF Information এ ক্লিক করতে হবে। ধাপ – ২ ক্লিক করার নিচের ছবির ন্যায় একটি পেজ আসবে সেখানে NID/ Smart ID ঘরে ১৩ ডিজিটের NID হলে সামনে জম্ম সাল বসিয়ে ১৭ ডিজিট বানাবেন। তারপর ইএফটি তে যে ফোন নম্বর দেওয়া আছে সে ই নাম্বার দিবেন। এবং Fiscal Year এর ঘরে ২০২০-২০২১ দিবেন। দেওয়ার পর সাবমিট করবেন। ধাপ – ৩ সাবমিট করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা নিচের ছবির ন্যায় Employee Verification বক্সে বসিয়ে সাবমিট করবেন। ধাপ-৪ আপনার GPF Information এর পেজ আসবে সেখান থেকে Print এ ক্লিক করে প্রিন্ট করতে পারবেন অথবা মোবাইলে সেভ করে রাখতে পারবেন।