নিজে নিজে ঘরে বসে GPF ব্যালেন্স চেক করুন অনলাইনে
নিজে নিজে ঘরে বসে GPF ব্যালেন্স চেক করুন অনলাইনে
º স্মার্ট ফোন দিয়েই চেক করা যাবে ।
º EFT তে যাদের বেতন হয় শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য ।
ধাপ - ১
যে কোন ব্রাউজার ওপেন করে এড্রেস বারে cafopfm.gov.bd লিখে সার্চ করুন । তারপর একটি পেজ আসবে সেখান থেকে GPF Information এ ক্লিক করতে হবে।
ধাপ – ২
ক্লিক করার নিচের ছবির ন্যায় একটি পেজ আসবে সেখানে NID/ Smart ID ঘরে ১৩ ডিজিটের NID হলে সামনে জম্ম সাল
বসিয়ে ১৭ ডিজিট বানাবেন। তারপর ইএফটি তে যে ফোন নম্বর দেওয়া আছে সেই
নাম্বার দিবেন। এবং Fiscal Year এর ঘরে ২০২০-২০২১ দিবেন। দেওয়ার পর সাবমিট করবেন।
ধাপ – ৩
সাবমিট করার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা নিচের ছবির ন্যায়
Employee Verification বক্সে বসিয়ে সাবমিট
করবেন।
ধাপ-৪
আপনার GPF Information এর পেজ আসবে সেখান থেকে
Print এ ক্লিক করে প্রিন্ট করতে পারবেন
অথবা মোবাইলে সেভ করে রাখতে পারবেন।




Comments
Post a Comment